ছবি ও ভিডিও ফাঁস: দেশে ফিরে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি তানজিন তিশার

সোমবার দিবাগত রাতে হঠাৎ চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ পায়। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, রাজের সঙ্গে সুনেরাহর বন্ধুত্বপূর্ণ ও ‘অসংলগ্ন’ কিছু আলাপচারিতা চলছে। সেগুলো রাজের ফেসবুক থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা– সমালোচনা। এ প্রসঙ্গে বিগত দুই দিন অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল, শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি কথা বললেও তানজিন তিশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশেষে আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বক্তব্য দেন তানজিন তিশা।
পাঁচ শতাধিক শব্দের এই স্ট্যাটাসে তিশা জানান, দুটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সময়ের তারতম্যের কারণে দেশের খবরাখবর খুব বেশি রাখা হয় না তাঁর। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থিরচিত্র তাঁর নজরে এসেছে।ফেসবুকে ব্যক্তিগত ভিডিও ও স্থিরচিত্র প্রকাশের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিশা। তিনি লিখেছেন, ‘যিনি এটি আপ করেছেন, বাংলাদেশে ফিরে আমি তাঁর বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতিমধ্যেই অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে, কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ংকর অপরাধে জড়িত।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।