Disclaimer

TECHBEZZ.COM সাইটে নিজম্ব আর্টিকেল প্রকাশ করে কোন প্রকার কপি পেষ্ট এর সাথে TECHBEZZ.COM সংযুক্ত নয়। যদি কোন ক্ষেত্র আপত্তি বা অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

TECHBEZZ.COM সুনির্দিষ্ট অনুমোদন ছাড়াই হয়তো কিছু কপিরাইটযুক্ত সামগ্রী যেমন সংবাদ/ছবি ব্যবহার করে থাকে। উল্লেখ্য TECHBEZZ.COM এ ব্যবহৃত সামগ্রীগুলি “ন্যায্য ব্যবহার/ফেয়ার ইউজ” এর অধীনে পড়ে। কপিরাইট ডিসক্লেইমার আইন ১৯৭৬ এর ধারা ১০৭ এর অধীনে সমালোচনা, মন্তব্য, সংবাদ প্রতিবেদন, শিক্ষণীয়, বৃত্তি এবং গবেষণার মতো উদ্দেশ্যেকে “ন্যায্য ব্যবহার/ফেয়ার ইউজের ” জন্য ব্যবহার করার অনুমতি দেয়।

ন্যায্য ব্যবহার/ফেয়ার ইউজ কপিরাইট আইন দ্বারা অনুমোদিত একটি ব্যবহার। তবে যদি কোন ব্যক্তি/কোম্পানি মনে করেন, আপনার মালিকানাধীন কোন সামগ্রী TECHBEZZ.COM থেকে অপসারণ করা দরকার তাহলে নিচে প্রদত্ত ফরমটি ব্যবহার করে আমাদের অবহিত করতে পারেন। আমরা ৩ কার্য দিবসের ভিতরে অপসরন কররো বলে প্রতিশ্রুতিবদ্ধ । ধন্যবাদ।