এক পা নিয়ে হজ করতে মক্কায় পৌঁছেছেন পাকিস্তানের শফিক

ইচ্ছা থাকলে উপায় হয়’-এই প্রবাদ বাক্যটিকে মনেপ্রাণে ধারণ করেছিলেন পাকিস্তানের নাগরিক মুহাম্মদ শফিক। সেই ইচ্ছাশক্তির জোরে এক পা নিয়ে হজ করতে মক্কায় পৌঁছেছেন তিনি। শুক্রবার সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।

৩০ বছর আগে সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়েছিলেন শফিক। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। একটা সময় শফিক তার এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই হজে যাওয়ার স্বপ্ন দেখতে থাকেন।

আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার পা হারানো আমাকে উৎসাহ, আশা এবং আধ্যাত্মিক যাত্রা শুরুর প্রচেষ্টা করার দৃঢ় সংকল্প দিয়েছে। আমি আমার ক্রাচে ভর দিয়ে আল-তাশরিকের দিনগুলিতে জামারাতে পাথর মারার রীতি পালন করব।’

৪৩ বছর বয়সী শফিক জানান, হজের দীর্ঘ লালিত স্বপ্ন পূরণের জন্য তিনি কয়েক বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহ যখন আমার স্বপ্নকে সত্য করেছেন, তখন আমার আনন্দ ও ভাব প্রকাশ করার কোনো শব্দ ছিল না। এখন আমি মিনিট ও ঘণ্টা গুনছি, অস্থির হয়ে তারবিয়ার দিন এবং হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ আরাফাতের ময়দানে হাজিরের জন্য, সাদা পোশাক পরে সহযাত্রীদের সঙ্গে নিয়ে মানবতার সাদা সমুদ্রে যোগ দেওয়ার অপেক্ষা করছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।