স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী অপহৃত

স্বামীকে উদ্ধার করতে গিয়ে অপহরণ হয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়।

জানা যায়, বাড়বকুণ্ডে যাত্রীবাহী একটি বাস থেকে কামাল উদ্দিন নামের এক বাস যাত্রীকে অপহরণ করা হয়েছে। পরে অপহরণকারীরা কামাল উদ্দিনের পরিবার কাছে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা নিয়ে গেলে তার পরিবারের তিন সদস্যকেও অপহরণ করা হয়। পরে কামালের ভাইয়ের স্ত্রী টিপু বেগম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে পুলিশ পাহাড়ে অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে। কিন্তু কামালকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুন) রাত আটটার দিকে কামাল উদ্দিন যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশে রওনা হয়। যাওয়ার পথে উপজেলার বারবকুণ্ড এলাকায় বাসটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাসের মেরামত চলাকালীন এক সহযাত্রীকে নিয়ে দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি। ওইখান থেকে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল কামালকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। অপহরণকারীরা কামালের পরিবারকে কল দিয়ে বলেন, কামাল তাদের জিম্মায় আছে। তাকে যদি জীবিত চান তাহলে ৮০ হাজার টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে আসতে বলেন।

পরে কামারের স্ত্রী জাহানারা বেগম ও তার দুই আত্মীয় শাহানা বেগম (৫০) ও মরিয়ম বেগমকে (৫৫) সাথে নিয়ে অপহরণকারীদের দাবিকৃত টাকা নিয়ে ঘটনাস্থলে যায়। একপর্যায়ে তাদের থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে তাদেরও আটক করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে কামালের ভাইয়ের স্ত্রী টিপু বেগম জরুরি সেবা ৯৯৯ কল করেন। কল পেয়ে পুলিশ তাৎক্ষণিক পাহাড়ে অভিযানে নেমে সাত ঘণ্টা অভিযান চালিয়ে কামালের স্ত্রীসহ তিনজনকে উদ্ধার করেন। কিন্তু কামালকে উদ্ধার করা যায়নি। তাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। কামালকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ধারণা অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কামালকে গহিন জঙ্গলে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘উদ্ধার হওয়া তিন নারীদের বেধড়ক পিটিয়েছেন অপহরণকারীরা। চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের পাশাপাশি কামালকে উদ্ধারের অভিযানে নেমেছেন র‌্যাবও।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।