নাবিলকে জীবিত টেনে নিয়ে মরদেহ ফেরত দিলো সাগর

কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সাগরে গোসলে নেমে ভাটার টানে নিখোঁজ হয় কিশোর নাবিলসহ (১৬) তিন কিশোর। তাদের মধ্যে দুই জনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু অনেক খোঁজ করেও নাবিলে হদিস মেলেনি। পরে নিখোঁজের ১৩ ঘণ্টা পর জোয়ারে নাবিলের মরদেহ সৈকতে ভেসে এলে তা উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ১২টার দিকে সৈকতে নাবিলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মহিপুর থানার পুলিশ তা উদ্ধার করে।

নাবিলের বাড়ি কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায়। তার বাবার নাম বজলুর রহমান। সে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে আসা নাবিল সহপাঠী চার-পাঁচ কিশোরের সঙ্গে সাগরে গোসলে নামে। ভাটার টানে তিন জন ভেসে গেলে দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু নিখোঁজ থাকে নাবিল।

নিখোঁজের পর প্রথমে স্থানীয় লোকজন জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু পাওয়া যায়নি।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা এক যোগে নাবিলের সন্ধান চালালেও তাকে খুঁজে পায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।