প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেড় ঘণ্টা সময় কাটালেন পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুদফা বৈঠক করেছেন।

বুধবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেড় ঘণ্টা সময় কাটান তিনি। ছুটি কাটিয়ে ঢাকায় আসার পর ব্যস্ত সময় কাটালেন হাস।

সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান পিটার হাস। সেখানে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক করেন।

এর পর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক বেলা ১১টা ৪২ থেকে ১২টা ২৮ মিনিট পর্যন্ত চলে।

বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে কিছু জানা যায়নি। উভয় পক্ষই নীরবতা অবলম্বন করছে।

এর আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে চা-চক্রে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত। সকালে চার্লস হোয়াইটলির বাসভবনে এ বৈঠকে ১২টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক অংশ নেন বলে জানা গেছে।

আগামী সপ্তাহে ইইউর প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আসবে ঢাকা। হোয়াইটলির বাসভবনে চা-চক্রে ইইউ প্রতিনিধি দলের কার্যক্রম ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।