দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা খুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এবাদুল্লাহ নামের এক সাব মাঝি খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে। এবাদুল্লাহ ওই ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা যায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিরা ছিলেন কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে। ওখানে পৌনে ১০টায় প্রতিনিধিরা পৌঁছে মিয়ানমারে নির্যাতনে শিকার ১৩ নারী-পুরুষের সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় একই ক্যাম্পে নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে তথ্য সংগ্রহকারীরা ওই ক্যাম্প থেকে বের হয়ে বালুখালীর ১২ নম্বর ক্যাম্পে চলে যান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।