রোহিঙ্গা ক্যাম্পের খালে ভাসছিল যুবকের গলাকাটা মরদেহ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের খাল থেকে ভাসমান অবস্থায় যুবক সানাউল্লাহ নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক আমির জাফর জানান, যুবক সানাউল্লাহ (২৮) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

তিনি বলেন, খালে মরদেহ ভাসছে এমন খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযানে যায়। পরে সেখান থেকে ভাসমান অবস্থায় সানাউল্লাহর গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রোহিঙ্গা সূত্রে জানা গেছে, একদিন আগে ওই যুবককে সন্ত্রাসীরা অপহরণ করেছিল। তবে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেন তাকে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে ৫৭টি হত্যাকাণ্ড ঘটেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।