আরশের পাইলট হওয়ার স্বপ্ন পিয়াইন নদের পানিতে ডুবে শেষ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র মো. আল ওয়াজ আরশ। স্বপ্ন ছিল পাইলট হবে। ডানা মেলে উড়ে বেড়াবে আকাশে। মেঘ দেখবে খুব কাছ থেকে। দুঃস্বপ্নের মতো এক ঘটনায় শেষ হয়ে গেছে সেই স্বপ্ন।

গত বৃহস্পতিবার বিকেলে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদে নেমে স্রোতের টানে হারিয়ে যায় আরশ। দুই দিন পর আজ শনিবার সকাল সাতটার দিকে তাকে উদ্ধার করা হয়েছে প্রাণহীন অবস্থায়।পুলিশ পরিদর্শক (ট্রাফিক) বাবা মো. জাহিদুল হোসেন, স্কুলশিক্ষক মা সুরাইয়া আক্তার ও ছোট ভাই মো. আরীব উল পিয়াশের (১৩) সঙ্গে তিন দিনের জন্য সিলেটে বেড়াতে এসেছিল ১৫ বছরের আরশ। তাঁদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে। মা–বাবার চাকরির সূত্রে বেড়ে উঠেছে গাজীপুরের টঙ্গীতে মামাবাড়িতে। পরে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করছিল। জাহিদুল হোসেন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।