পুকুরে ভাসছিল আওয়ামী লীগ নেতার মরদেহ

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বাদল রহমানের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারী বাড়ির পুকুরে মরদেহটি পাওয়া যায়। জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি তিনি। রোববার ব্যাপারী বাড়ির পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে বাদল রহমানের মরদেহ শনাক্ত করার পর তা কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় তার পকেটে মোবাইল ফোন, মানিব্যাগ, চশমা ও এটিএম কার্ড পাওয়া যায়।

জেলার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের ধীরুয়াইলের মুখলেছুর রহমানের ছেলে বাদল রহমান। দুই বছর আগে তার প্রথম স্ত্রী মারা গেছেন। আড়াই মাস আগে ঢাকার ওয়ারীর বাসিন্দা আয়েশা আহমেদকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর তিনি পরিবার নিয়ে বকুলতলা মোড়ে ভাড়া বাসায় থাকতেন।

বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান বলেন, জানামতে আমার ভাইয়ের প্রকাশ্য কোনো শত্রু ছিল না। সবসময় মানুষের উপকার করতেন। আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করছি। কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ জানান, তদন্ত চলছে। মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।