ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক!

শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাহিয়া খানম (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এতে গুরুতর আহত অবস্থায় মাহিয়াকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোববার (৯ জুলাই) উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী মাহিয়া জানান, ক্লাস চলাকালীন আমি গল্প করছি এমন সন্দেহে স্যার চুল ধরে আমাকে দেয়ালের সঙ্গে আঘাত করলে আমি পড়ে যাই। পরে আর কিছু আমি বলতে পারি না।

এ বিষয় ওই ছাত্রীর বাবা সুমন শেখ বলেন, মামুনুর রহমান নামে একজন স্যার আমার মেয়েকে চুল ধরে দেয়ালের সঙ্গে বারবার আঘাত করলে অচেতন হয়ে পড়ে। এরপর অসুস্থ অবস্থায় ওই স্কুলের অন্য দুই শিক্ষিকা মেয়েকে বাড়িতে নিয়ে আসে। এখানে আসার পর তার শারীরিক অবস্থা খারাপ দেখে আমি হাসপাতালে নিয়ে যাই। আমি ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক মো. মামুনুর রহমান শিক্ষার্থীর চুল ধরে দেয়ালে আঘাত করার কথা অস্বীকার করে বলেন, ওই ছাত্রী ক্লাসরুমে দুষ্টামী করছিল তাই আমি দুটো চড় দিয়েছি।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।