বুধবার থেকে সিলেট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

সিলেট-তামাবিল সড়কের পর গোটা জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে   মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার বিকালে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেওয়া এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

“বুধবার সকাল ৬টা থেকে জেলায় কোনো বাস চলবে না।”

সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, “শ্রমিকদের দাবির সঙ্গে আমরা মালিক সমিতিও একমত হয়েছি। দীর্ঘদিন ধরে সিলেট-তামাবিল সড়কে যান চলাচলে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে।”

“ওই এলাকার লোকজন সরকার নির্ধারিত ভাড়াও দিতে চান না। তারা নিজেরা বসে গাড়ির ভাড়া নির্ধারণ করেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনা ঘটলে তারা গাড়ি নিজেদের কাছে রেখে দেন, থানাতেও গাড়ি নিতে দেন না সিলেট-তামাবিল সড়কের লোকজন”, যোগ করেন জিয়াউল কবির পলাশ।

পরিবহন মালিক ও শ্রমিকরা দাবি করেন, গত শুক্রবার রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে এক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০টি বাস আটকে রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ।

এ কর্মকাণ্ডের প্রতিবাদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে সিলেট-তামাবিল সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

সিলেট-তামাবিল সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে তামাবিল স্থলবন্দরের ওপর। ওই সড়কের যাত্রীদেরও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

এ ব্যাপারে জানতে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।