ভোটার উপস্থিতি বেশি দেখাতে আনা হয়েছে এসএসসি পরীক্ষার্থীকেও!

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি বেশি দেখাতে নতুন কৌশল করা হয়েছে। ডেকে আনা হয়েছে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদেরও, যার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। এ ছাড়া যারা ভোট দিয়েছেন, তারেরও ডেকে লাইনে দাঁড় করানো হচ্ছে। এ কারণে ভোট পড়ার হার লাইনের ভিড়ের তুলনায় খুবই কম।

বনানীর বিদ্যানিকেতন স্কুলে গিয়ে দেখা যায়, সেখানে নারীরা দুই সারিতে লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রতি সারিতে ৬০-৭০ জন। তাদের লাইনের দাঁড় করাচ্ছিলেন বনানী থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি রিয়া।

কড়াইলের বউবাজার থেকে আসা মিম ইসলামকে দেখে তার বয়স নিয়ে সন্দেহ হলে তিনি জানান, তিনি ২০২২ সালে দশম শ্রেণি পাশ করেছেন। তাকে এনআইডি দেখাতে বললে তিনি বাড়িতে ভুলে রেখে এসেছেন বলে জানান।

তা হলে কেন লাইনে দাঁড়িয়ে আছেন জানতে চাইলে তিনি বলেন, তাদের লাইনে দাঁড়াতে বলা হয়েছে।

এ ছাড়া কড়াইলের টিঅ্যান্ডটি মহিলা কলেজেও একই চিত্র। সেখানে জান্নাত হোসেন নামে এক নারীর আঙুলে ভোট দেওয়ার ছাপ পাওয়া গেলেও তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। এ বিষয়ে জিজ্ঞেস করতেই তিনি চলে যান।

এই কেন্দ্রে নারীদের লাইনে দাঁড় করানোর দায়িত্ব পালন করছেন ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা তাহমিনা আফরিন খাদিজা।

এ ছাড়া নারী ভোটকেন্দ্রের বাইরে পুরুষদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।