১ সেশনের মধ‍্যে বাংলাদেশের শেষ ৫ উইকেট নিতে চেয়েছিল আফগানিস্তান। প্রত‍্যাশার চেয়েও ভালো করে মাত্র ৪৫ মিনিটে স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে তারা।

পঞ্চাশের দুয়ারে থাকা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ পারেননি মাইলফলক স্পর্শ করতে। এক সময়ে অনেক বড় সংগ্রহে চোখ রাখা বাংলাদেশও পারেনি চারশ রানে যেতে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শুরু করে থমকে গেছে কেবল ৩৮২ রানে।

দ্বিতীয় নতুন বলে নিদারুণ ব‍্যর্থতায় দ্বিতীয় সকালে বাংলাদেশের ইনিংস স্থায়ী হয়েছে কেবল ৪৩ বল। এর মধ‍্যে তারা যোগ করতে পেরেছে কেবল ২০ রান। আগের দিন সকালে মজা করেই আফগান কোচ জোনাথন ট্রট বলেছিলেন, বৃহস্পতিবার ১০ রানের মধ‍্যে স্বাগতিকদের শেষ ৫ উইকেট নিতে চান তিনি।বাংলাদেশ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২ (আগের দিন ৩৬২/৫) (মুশফিক ৪৭, মিরাজ ৪৮, তাসকিন ২, তাইজুল ০, শরিফুল ৬, ইবাদত ০*; ইয়ামিন ১০-১-৩৯-২, মাসুদ ১৬-২-৭৯-৫, করিম ১১-৩-৩৩-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।