
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, আজ বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। তবে এর মাত্রা কত ছিল তা এখনো জানা যায়নি।