সাংবাদিকদের সাথে নারীপক্ষের মতবিনিময়।

তাজভীন হাসান বরগুনা প্রতিনিধিঃ জাগোনারী পাঠশালায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নারীপক্ষের অধিকার এখানে এখনই- ২ প্রকল্পের নির্বাহী পরিচালক সামিয়া আফরিন। সভায় আরও উপস্থিত ছিলেন জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনেআরা হাসি ও প্রজেক্ট ম্যানেজার মাকসুদা খাতুন। মতবিনিময়ে সামিয়া আফরিন বলেন অধিকার এখানে এখনই ২ প্রকল্পটি কিশোর কিশোরী ও যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সুরক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষে নেদারল্যান্ড ভিত্তিক সংগঠন Rutgers এর সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটি সাব-ক্যারেবিয়ান অঞ্চলের ১০ টি দেশে কাজ করছে। এশিয়া অঞ্চলে বাংলাদেশ,ইন্দোনেশিয়া ও নেপালে এই কার্যক্রম চলছে। বাংলাদেশে সমন্বয়কারী সংগঠক হিসেবে ব্রাক সহ ৯ টি সংগঠন বাস্তবায়ন করছে। বাংলাদেশে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম নামে ৫ টি বিভাগে, ৯ টি জেলার সদর উপজেলা সহ ২৭ টি উপজেলায় ৬৭৫ জন তরুন তরুণী সেচ্ছাসেবকদের মাধ্যমে বাস্তবায়নের কাজ করছে।
প্রকল্প থেকে সেচ্ছাসেবকদের লাভের কথা জানতে চাইলে সামিয়া আফরিন বলেন, তারা এখানে কাজ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে ন্যায্য অধিকারের কথা সবার কাছে পৌঁছে দিয়ে একটি ইতিবাচক সমাজ তৈরীতে ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি বিভিন্ন সরকারি অফিসের কমিটিতে যুক্ত হয়ে তাদের অধিকারের কথা সরাসরি তুলে ধরতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।