পাল্টাপাল্টি হামলায় স্থবির হতে পারে সৌদি-ইসরায়েল চুক্তি আলোচনা

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সর্ম্পক প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে উপেক্ষা করে গত কয়েক মাসে এ বিষয়ে তিন দেশ বহুদূর এগিয়েও গেছে। তবে এবার হামাস ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলায় ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এর ফলে এই চুক্তি নিয়ে আলোচনা স্থবির হয়ে যেতে পারে। রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে বহুল আলোচিত বিষয়—ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের সুন্নিপ্রধান মুসলিম রাষ্ট্র সৌদি আরবের শান্তিচুক্তির সম্ভাবনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, তেলআবিবের সঙ্গে শান্তিচুক্তির বিনিময়ে সৌদির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে বড় আকারের নিশ্চয়তা চায় রিয়াদ। এমনকি এ কারণে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিও ছাড় দিতে রাজি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তবে গতকালের হামলার পর প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। ইসরায়েলের নাম উল্লেখ না করে গতকালের সহিংসতার জন্য দেশটিকে দায়ী করেছে সৌদি প্রশাসন। একই সঙ্গে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রিয়াদ।এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আগে থেকেই বারবার বলে আসছে অব্যাহত দখল এবং ফিলিস্তিনি জনগণকে বৈধ অধিকার থেকে বঞ্চিত করার ফলে এ ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।