বেতাগীতে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরন

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ- এই শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করার জন্য গ্রামীণ ব্যাংক দেশব্যাপী বৃক্ষ রোপণ সপ্তাহ ও বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির আয়োজন করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ জুন) বিকেলে বরগুনার বেতাগী উপজেলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংক ২০ জুনকে গাছের চারা লাগানোর বিশেষ দিন বা বৃক্ষ রোপণ দিবস হিসেবে ঘোষণা করেছে। ২০ জুন মঙ্গলবার বিকেলে বেতাগী সদর ইউনিয়নের ৬নং কেন্দ্রের ৮০ জন সদস্যদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক বেতাগী শাখার ব্যস্থাপক মো. আক্তারুজ্জামান বলেন, সবুজ বনায়নে কাজ করছে গ্রামীণ ব্যাংক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে ২০২৩ সালে সারাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও সদস্যদের মাঝে চারা বিতরণকালে গ্রামীণ ব্যাংক বেতাগী শাখার সেকেন্ড ম্যানেজার মো. নাসিরুদ্দিন, অফিসার হনুফা আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।