রাজশাহী সিটিতে ৫৬ কেন্দ্রে নৌকা ৫৩৯১৫, লাঙ্গল ৩৪২১

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। ইতমধ্যে বেশ কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

১৫৫টি কেন্দ্রের মধ্যে ৫৬ টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৫৩৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪২১ ভোট।

এবারের রাসিক নির্বাচনে ইসলামী আন্দোলন প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) আগেই নির্বাচন বয়কট করায় মেয়র পদে প্রার্থী তিনজন। তাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা) ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল) রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।