বিএনপি নেতাদের নির্বাচনে অংশ নিতে চাপ দিচ্ছে গোয়েন্দা সংস্থা: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিএনপির যেসব নেতারা অতীতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং আগামীতে সম্ভাব্য প্রার্থী হবেন, সেসব নেতাদের গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করছে।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিএনপির যেসব নেতারা অতীতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং আগামীতে সম্ভাব্য প্রার্থী হবেন, সেসব নেতাদের গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করছে।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের আটক করা হচ্ছে। যাদের ধরা হচ্ছে, সেসব নেতাকর্মীদের ছাড়া হচ্ছে না। তাদের জামিন হলেও আবার অন্য মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে। এটা বর্তমান সরকারের একটা ভয়াবহ দমননীতি।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত পরিকল্পতিভাবে সরকার চক্রান্ত শুরু করেছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে যে ঘটনাগুলো ঘটেছিল, সেভাবে এবারও গায়েবি মামলা দিয়ে, আটক করে বিএনপি নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা আবারও জনগণের সঙ্গে প্রতারণার জন্য মিথ্যা কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে।

তিনি বলেন, সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না এটা জেনেই বিদেশিদের কাছে সাহায্য চাইছে। বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না।

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দয়া করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দায়িত্ব পালন করুন। সরকারের বে-আইনি আদেশ মেনে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।

সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ এ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।