যাত্রী ছাউনিতে বৃদ্ধ মাকে ফেলে গেল ছেলেরা!

বয়সের ভারে চলতে পারেন না বৃদ্ধ হারিছা বেগম (৮৫)। ঠিকমতো কথাও বলতে পারেন না তিনি। দুটি চোখের দৃষ্টিও অস্পষ্ট। আধো আধো করে শুধু নিজের, স্বামীর আর দুই সন্তানের নাম বলতে পেরেছেন। তার কাছে যে যাচ্ছেন, তাকেই কাঁদতে কাঁদতে জানাচ্ছেন তার ছেলেরা তাকে যাত্রী ছাউনিতে ফেলে রেখে গেছে।

রাজবাড়ীর বালিয়াকান্দির ওয়াপদা মোড়ের যাত্রী ছাউনিতে গত শুক্রবার সারা দিন পড়ে ছিলেন তিনি।

কাঁপা কাঁপা স্বরে হারিছা বেগম জানান, তার বাড়ি ফরিদপুরে। স্বামীর নাম মৃত আরব আলী। আর দুই সন্তানের নাম বলেছেন আবদুল হোসেন ও আলমগীর হোসেন।

জানা গেছে, ওই বৃদ্ধার ছেলেরা যাত্রী ছাউনিতে তাকে রেখে যাওয়ার পর স্থানীয়রা দুপুরের খাবার খেতে দেন। সন্ধ্যা হওয়ার পরও যখন তিনি যাত্রী ছাউনিতে রয়ে যান, তখন গণমাধ্যমকর্মীদের খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয় সাংবাদিকরা হারিছার সঙ্গে কথা বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে প্রচার-প্রচারণা চালান।

পরে রাতে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে বিষয়টি জানান স্থানীয়রা। তিনি তাৎক্ষণিক বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। ঠিকানা বলতে না পারায় তিনি সেখানেই রয়েছেন।

ইউএনও রফিকুল ইসলাম বলেন, হারিছা বেগমের বয়স অনেক বেশি। সারাদিন যাত্রী ছাউনিতে পড়ে ছিলেন তিনি। তার শরীর বেশ দুর্বল। স্থানীয়রা তাকে যতটুকু খেতে দিয়েছে, তা-ই খেয়েছেন।

তিনি আরও বলেন, বৃদ্ধ মায়ের সুস্থতার জন্য রাতেই তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বৃদ্ধ হারিছার নিয়মিত খোঁজ রাখা এবং আপডেট তথ্য দেওয়ার জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।