টিউবওয়েল চাপলেই বের হচ্ছে সাদা ফেনাযুক্ত পানি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর এলাকার এক বসতবাড়িতে ব্যবহৃত টিউবওয়েল থেকে সাদা ফেনাযুক্ত পানি বের হওয়ার ঘটনা ঘটেছে। অস্বাভাবিক এই পানি একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকার তপন কুমার রায়ের বসতবাড়ির টিউবওয়েলে থেকে পাঁচ দিন ধরে সাদা ফেনাযুক্ত পানি বের হচ্ছে।

স্থানীয়রা জানান, বুধবার (২১ জুন) বিকেলে রান্নার কাজে ব্যবহারে পানি আনতে যান তপনের স্ত্রী নিয়তি রানী। এ সময় স্বাভাবিক পানি না এসে সাদা ফেনাযুক্ত পানি আসতে থাকে। পরে বিষয়টি স্বামী তপনকে জানান তিনি। বিষয়টি দেখতে তপন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পানির মোটর চালু করে দেখে সাদা ফেনাযুক্ত অস্বাভাবিক এক ধরনের পানি বের হচ্ছে। এর পর থেকে তারা ওই পানি ব্যবহার করার থেকে বিরত থাকেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন সেই পানি দেখার জন্য ওই বাড়িতে ভিড় জামায়।

খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার (২৪ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (মেকানিক)/কার্যসহকারী নুরুজ্জামান ওই মোটর হতে বের হওয়া পানি সংগ্রহ করেন।

এ সময় তিনি জানান, ওই মোটর থেকে বের হওয়া পানি প্রথমে কিছু সময় কোমলপানীয়র মতো বুদবুদ করে ও ফেনা হয়। এ ছাড়া কিছুক্ষণ পরেই তা পরিষ্কার পানির মতো হয়ে যায়। আমরা পানির নমুনা রংপুরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছি।

তপনের স্ত্রী নিয়তি রানী বলেন, টিউবওয়েলের সঙ্গে যুক্ত মোটরটি প্রায় পাঁচ বছর ব্যবহার করছি। কোনো সমস্যা হয়নি। গত ২১ জুন হঠাৎ করে সাদা ফেনাযুক্ত পানি বের হতে থাকে। বর্তমানে আমরা বিভিন্ন বাড়ি থেকে পানি এনে ব্যবহার করছি।

রোববার (২৫ জুন) সকালে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওই মোটর থেকে বের হওয়া পানি ব্যবহার না করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।