পদ্মা সেতুর বছরপূর্তি: বন্ধ ছিল না এক দিনও

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি আজ (রোববার)। ২০২২ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। বর্ষপূর্তিতে নতুন সাজে সেজেছে পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর থেকে ৩৬৫ দিনে এক দিনের জন্যও বন্ধ ছিল না স্বপ্নের ৬.৫ কিলোমিটারের সেতুটি।

রোববার (২৫ জুন) সরেজমিন দেখা যায়, সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে সাজ সাজ রব বিরাজ করছে। পদ্মা সেতুর দুই পাশে নানা রঙের বাহারি পতাকা উড়ছে।


জানা গেছে, পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত ৩ লাখ ৩৫ হজার ৬৪৩টি মোটরসাইকেল পার হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা। অন্যদিকে পদ্মা সেতুতে ২০২২ সালের ২৫ জুন থেকে শনিবার ২৪ জুন রাত ১২টা পর্যন্ত ৫৬ লাখ ৭৫ হাজার যান চলাচল করেছে। মোট আয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা। রোববার বিকেলে এটি ৮০০ কোটি টাকায় উন্নীত হবে। পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার গাড়ি চলাচল করছে। এ থেকে প্রতিদিন গড়ে আয় হয় ২ কোটি ১৮ লাখ টাকা।

সেতু চালু হওয়ার পর থেকে গত এক বছরে এক মিনিটের জন্যও সেতুটি বন্ধ ছিল না বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তারা জানায়, এটা অনেক বড় অর্জন।
 
সেতু দিয়ে পারাপার হওয়া হানিফ পরিবহনের যাত্রী মো. আসাদুর রহমান বলেন, ‘এখন তিন ঘণ্টায় বরিশাল যাওয়া যায়। আগে এক দিন লেগে যেত। সেতু আমাদের অনেক দুর্ভোগ কমিয়েছে।’

পদ্মা সেতুর নির্মাণ


বাংলাদেশের ইতিহাসে পদ্মা সেতুর নির্মাণকাজ ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। দুই স্তরবিশিষ্ট ইস্পাত ও কংক্রিটে নির্মিত এই সেতুর ওপরের স্তরে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০ দশমিক ১২ মিটার বা ৪৯২ দশমিক ৫ ফুট এবং চওড়ায় ২২ দশমিক ৫ মিটার বা ৭৪ ফুট। সেতুটির মোট দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার বা ৩ দশমিক ৮২ মাইল। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। ১২০ মিটার বা ৩৯০ ফুট গভীরতার বিশ্বের গভীরতম পাইলের সেতু এটি।

পদ্মা সেতুর ঋণ পরিশোধ

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেয়া ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। ১৯ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের কাছে এ টাকা তুলে দেন সেতু সচিব মো. মনজুর হোসেন।


এর আগে, গত ৫ এপ্রিল ১ম ও ২য় কিস্তির মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়। এর ফলে প্রথম বছরে মোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে।


পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।