শ্বশুরবাড়ি ঘেরাও করে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামিনে থাকা হত্যা মামলার এক আসামিকে শ্বশুরবাড়ি ঘেরাও করে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে শিবগঞ্জ উপজেলার টুনটুনিপাড়া এলাকায় আনারুল ইসলামের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দুরুল হোদা (৪০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মণ্ডলের ছেলে।

নিহত দুরুলের শ্যালিকা মরিয়ম খাতুন জানান, একটি হত্যা মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান দুরুল। এরপর নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে না উঠে শ্বশুর আনারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুল সামাদ জানান, দুরুলের দুই পায়ে ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।

দুরুলের বোন আয়েশা বেগম জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে দুরুলের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, আলোচিত বিএনপি নেতা আলম ঝাপড়া হত্যা মামলার আসামি ছিলেন দুরুল হোদা। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপ) এএইচএম আবদুর রকিব জানান, শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ হত্যাকাণ্ডের পর ছায়া তদন্ত শুরু করেছেন। 

গত ১৩ এপ্রিল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সভাপতি আলম হোসেন ঝাপড়া। এসময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে গতিরোধ করে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ১২ নম্বর আসামি ছিলেন নিহত দুরুল হোদা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।