বিএনপিতে আশা জাগাচ্ছে তারুণ্যের সমাবেশ

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিভাগীয় সভা-সমাবেশ, মিছিল, পদযাত্রা, গণঅনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। দিন দিন আন্দোলন কর্মসূচি নিয়ে কৌশলী হচ্ছে দলের হাইকমান্ড। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিএনপি তরুণ সমাজকে উজ্জীবিত করছে। পাশাপাশি আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে শ্রমজীবী মানুষকেও মাঠে নামানোর কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে।

কোরবানির ঈদের পরই যৌথভাবে মাঠে নামবে বিএনপির ৪ সংগঠন—শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দল। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। এরই মধ্যে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ স্লোগানে ৩টি সমাবেশ হয়েছে। ১১ দফা দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ‘তরুণ সমাবেশ’-এর আয়োজন করছে। সমাবেশগুলোর সাফল্য আশাবাদী করে তুলেছে বিএনপির নেতৃত্বকে।

গত ১৪ জুন চট্টগ্রামে প্রথম তারুণ্যের সমাবেশ হয়। ১৯ জুন রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ উদ্যোগে বগুড়ায় এবং ২৪ জুন বরিশালে তারুণ্যের সমাবেশ হয়। ৯ জুলাই সিলেটে, ১৭ জুলাই খুলনায় এবং সর্বশেষ ২২ জুলাই তারুণ্যের সমাবেশ হবে ঢাকায়। তারুণ্যের সমাবেশ নিয়ে আত্মপ্রত্যয়ী বিএনপির হাইকমান্ড। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, এরই মধ্যে যেসব সমাবেশ হয়েছে তাতে দেশের তরুণ-যুবকদের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে, যা আগামী নির্বাচন ও আন্দোলন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু কালবেলাকে বলেন, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব তরুণ প্রজন্মের ওপরই নির্ভর করছে। সেজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যনির্ভর নেতৃত্ব গড়তে দীর্ঘদিন ধরে কাজ করছেন। দলের বিভিন্ন পর্যায়ে অপেক্ষাকৃত তরুণ তথা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দকে দায়িত্বে আনছেন। এ নিয়ে কোনো পর্যায়ে মতভেদ থাকলেও তারেক রহমানের এ সিদ্ধান্ত এবং তারুণ্যের সমাবেশ করাটা যুগান্তকারী পদক্ষেপ। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা উচিত।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মনে করেন, তারুণ্যের সমাবেশ থেকে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি দলমত নির্বিশেষে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুক্ত করা ও আগামীতে সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে উজ্জীবিত করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।