২২ দিন ধরে ভাঙ্গা ইন্টারচেঞ্জে নেই বিদ্যুতের আলো

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকাটি ২২ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে প্রতিনিয়ত চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে।সংশ্লিষ্টদের দাবি, কয়েকদিনে একাধিকবার বিদ্যুতের তার ও মিটার চুরি হওয়ায় বর্তমানে ইন্টারচেঞ্জ এরিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে ভাঙ্গা ওজোপাডিকো কর্তৃপক্ষ বলছে, সড়ক ও জনপথ বিভাগের (মুন্সীগঞ্জ) কাছে বিদ্যুৎ বিলের প্রায় ৩০ লাখ টাকা বকেয়া। আর বিল পরিশোধ না করায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকাটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন এরিয়া হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু গত কয়েকদিন বিদ্যুৎ সংযোগ না থাকায় রাতের বেলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বারটি রীতিমতো ভুতুড়ে এলাকায় পরিণত হয়।

স্থানীয়দের অভিযোগ, অন্ধকারাচ্ছন্ন থাকায় ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় প্রায় প্রতিনিয়ত চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাসহ এই এলাকায় দিয়ে যাতায়াত করা লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।

ভাঙ্গার কোর্ট পাড়ের বাসিন্দা শহিদুল মাতুব্বর (৫২) জানায়, এক মাস ধরে কোনো বিদ্যুতের লাইট, রোড লাইট জ্বলছে না। কী কারণে জ্বলছে না জানতে চাইলে তিনি বলেন, শুনেছি, গোল চত্বরের বিদ্যুতের তার চুরি হয়ে গেছে।

ইলিশ পরিবহনের শ্রমিক লিটু ব্যাপারী জানান, বিদ্যুৎ না থাকার সুযোগে কয়েকদিন আগে এশার নামাজের পর ভাঙ্গা মডেল মসজিদসংলগ্ন বাইপাস রোডে থাকা ইলিশ পরিবহনের একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে।

ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, গত ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে ইন্টারচেঞ্জ এলাকার চাঁদনী সিনেমা হলের সামনে অপরিচিত কয়েকজন যুবককে স্থানীয়রা ছিনতাইকারী সন্দেহে ধাওয়া দেয়। এ সময় এক যুবককে কুপিয়ে জখম আহত করে ছিনতাইকারীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।