দুপুরে কোরবানির মাংস খেলেন কারাবন্দিরা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন সবাই পরিবারের সদস্যদের জন্য সাধ্যমতো ভালো-মন্দ খাবারের আয়োজন করেন। এদিনে কারাবন্দিদের জন্যও বিশেষ খাবারের আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা গেছে, পোলাওয়ের চাল দিয়ে তৈরি পায়েস ও মুড়ি দিয়ে ঈদের সকাল শুরু হয়েছে কারাবন্দিদের। এরপর বন্দিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ঈদের জামাত শেষ হওয়ার পর বন্দিদের জন্য আনা ১০টি গরু একে একে কোরবানি দেওয়া হয়। এছাড়া যারা গরু খাবেন না ও অন্য ধর্মাবলম্বীর রয়েছেন তাদের জন্য ৭টি খাসি জবাই দেওয়া শুরু হয়।ঈদের দিন দুপুরে কোরবানি করা গরুর মাংসসহ আরও বেশ কয়েকটি পদের খাবার বন্দিদের জন্য রান্না হবে। দুপুরের খাবারে থাকবে পোলাও, মুরগির রোস্ট, কোরবানির গরুর মাংস। যারা গরুর মাংস খান না ও অন্য ধর্মাবলম্বীর রয়েছেন তাদের জন্য আলাদ করে থাকছে খাসির মাংস। এছাড়া থাকছে মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারির ব্যবস্থা থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।