বেতাগীতে জনকল্যাণ পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি পালিত


বেতাগী প্রতিনিধি ঃ পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে সমমনা মানুষদের নিয়ে বেতাগীর জনগনের কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছিল ‘বেতাগী জনকল্যাণ পরিষদ’। ২০২৩সালের ৩ জুলাই রোজ সোমবার ৫ ০টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার মহান ব্রতি নিয়ে জনসাধারনের মাঝে গাছ বিতরন করা হয়।

গাছ বিতরণের শুভ সূচনা করেন জনকল্যাণের সাধারন সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন মুন্না। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ খ ম আমিনুল ইসলাম।

দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি, বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন ও প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালনা করাই জনকল্যাণের প্রধানতম উদ্দেশ্য ।

সে লক্ষ্য বজায় রেখে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সামনে রেখে বৃক্ষরোপণের স্থান নির্ধারণ করা হয়েছিল আন নাবিল মডেল মাদরাসা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।