আগামীকাল থেকে সাইক্লোন হয়ে মাঠে নামবো: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম কয়েকদিন ধরেই নির্বাচনী প্রচারণার ফোকাসে নেই তিনি। গত দুই তিন দিন ধরে নির্বাচন নিয়ে খুব একটা সবর দেখা যাচ্ছে না তাকে। 

তাই অনেকে বলছেন, হিরো আলম মাঠের প্রচারণায় ঝিমিয়ে পড়েছেন। তিনি কি সত্যিই নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকবেন? 

জানতে চাইলে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে গণমাধ্যম হিরো আলম জানান, ঈদ এবং বৃষ্টির কারণে গত কয়েকদিন নির্বাচনী প্রচারণা চালাতে পারিনি। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে সাইক্লোন হয়ে মাঠে নামবো। এটাও মনে রাখবেন, হিরো আলমকে কখনো টাকা দিয়ে কেনা যায় না।

তিনি আরও বলেন, মহাখালীর সাত তলা বস্তিতে আগামীকাল প্রচারণা চালাবো। এরপর আবার কড়াইল বস্তিতে।

এর আগে  বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করায় শূন্য হওয়া বগুড়া-৪ এবং ৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।