ইসরাইলি হামলায় রণক্ষেত্র জেনিন, বাড়ছে হতাহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি নাগরিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার রাত থেকে শুরু হওয়া এ হামলা এখনও চলছে। 

ইসরাইলি সেনাবাহিনী গেলো ২০ বছরের মধ্যে জেনিনে সবচেয়ে বড় সামরিক অভিযান পরিচালনা করছে, একটি সামরিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

জেনিনে হামলা চালাতে এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা সোমবার ওই অঞ্চলে প্রবেশ করেছে। তাদের সহায়তায় পাঠানো হয়েছে সাঁজোয়া যান, বুলেডোজার ও স্নাইপার। এছাড়া জেনিনের বিভিন্ন ভবনে হামলা চালাতে ব্যবহৃত হচ্ছে ড্রোন ও যুদ্ধবিমান।

তবে জেনিনে প্রবেশের সময় সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়তে হয় ইসরাইলি বাহিনীকে। এসময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি সোমবার বলেছিলেন, আহতদের বেশিরভাগ আঘাত গুরুতর এবং শরীরের উপরের অংশে, ফলে তাদের শারীরিক পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

তিনি আরও বলেন, জেনিনে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে, যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। বোমা হামলায় অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। 

হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা আল জাজিরাকে বলেছেন, জেনিনের মানবিক পরিস্থিতি এখন ভয়াবহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।