সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তি আটক : পররাষ্ট্রমন্ত্রী

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিবাদের মুখে দেশটির সরকার দায়ী ব্যক্তিকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় এরই মধ্যে ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এনে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং দায়ী ব্যক্তিকে যেন শাস্তি দেওয়া হয়, সেই দাবিও জানিয়েছি।’

সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘সুইডেন সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং দায়ী ব্যক্তিকে আটক করেছে। তারা জানিয়েছেন, ওই ব্যক্তি আগে জানিয়েছিল, সে শুধু তার বক্তব্য প্রকাশ করব। কিন্তু সে যে কোরআন পোড়াবে, এটা বলেনি। তাই বিদ্বেষ ছড়ানোর কারণে তাকে আটক করা হয়। কারণ, তাদের দেশের আইনে কেউ বিদ্বেষ ছড়াতে পারে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মতো আরও অনেক মুসলিম দেশও প্রতিবাদ জানিয়েছে এবং সুইডেনের সরকারের পদক্ষেপ গ্রহণের কারণে আমরা সন্তুষ্ট।’

এর আগে তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।