জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে গাছ চুরির মামলা

দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে মামলা হয়েছে।

ওসি সুব্রত কুমার সরকার জানান, মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় রোকনুজ্জামানের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলার সুজালপুর হাটখোলা গ্রামের মনসুর আলীর ছেলে রোকনুজ্জামান বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

মামলার এজাহারে বলা হয়েছে, মামলা বাদী জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে বীরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন গাছ কাটার কথা জানতে পারেন। পরে ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ, কবিরাজহাটগামী পাকা রাস্তার জেলা পরিষদের দুটি রেইনট্রি কড়াই গাছ চুরি হয়েছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাত দুই-তিনজন গাছগুলো কেটে নিয়ে গেছে বলে স্থানীয়রাও জানান। এ ছাড়া জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড়গাছ চুরি করে নিয়ে গেছে বলেও জানা যায়। চুরি হওয়া এসব গাছের দাম ৩২ হাজার ৫০০ টাকা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করা হলো।

ওসি সুব্রত কুমার আরও জানান, আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে রোকনুজ্জামানের মোবাইলে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।