মেন্দি সাফাদির দাবি বৈঠক হয়েছে, তবুও নুর বললেন হয়নি

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের সঙ্গে মেন্দি এন সাফাদির সাক্ষাতের খবর বেশ কয়েকমাস ধরেই গণমাধ্যমে। এবার নতুন করে আবারও আলোচনায় এসেছে বিষয়টি। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, নুরের সঙ্গে বৈঠকের বিষয়টি মেন্দি এন সাফাদি তাদের জানিয়েছেন।

গত ২৬ জুন মেন্দি এন সাফাদি মুঠোফোনে খুদে বার্তা দিয়ে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মুঠোফোন নম্বরটি সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, রিসার্চ অ্যান্ড পাবলিক রিলেশনস নামে ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে দৈনিকটি। প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার হিসেবে সাফাদির নাম রয়েছে। প্রতিষ্ঠানটি ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের অধীন ইসরায়েলি করপোরেশনস অথরিটিতে নিবন্ধিত।

মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে আলোচনা হয় একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে। এতে উপস্থিত ছিলেন নুরুল হক নুর।

সঞ্চালক মিথিলা ফারজানার প্রশ্নের জবাবে নুর বলেন, সাফাদির বিষয়ে আমাকে জড়িয়ে গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের সাইবার সেল থেকে একটা ছবি প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হয়েছিল। গণমাধ্যম যখন প্রথম আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি তাদের একটা ব্যাখ্যা দিয়েছি। এরপর দেশে এসে সংবাদ সম্মেলন করেও আমি বিষয়টি পরিষ্কার করেছি।

জাতীয় দৈনিকের ওই রিপোর্টটিকে কিভাবে দেখেন, এমন প্রশ্নের জবাবে নুর বলেন, আমি জানিনা কি রিপোর্ট হয়েছে। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ কেউ না যে আমাকে নিয়ে প্রতিবেদন করতে হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার সঙ্গে সাফাদির মিটিং হয়নি।

চলতি বছরের শুরুতেও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে। সে সময় ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির এ নেতার সঙ্গে নুরুল হক নুরের একটি ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পরে নুর দাবি করেন ছবিটি এডিট করা। তিনি বলেন, ছবির ফোকাস এক রকমের, কোমর থেকে লাইটের ফোকাস অন্যরকম। একটা অস্পষ্টতা আছে। 

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষদিকে কাতার, এরপর দুবাই হয়ে সৌদি আরব ওমরাহ করতে যান নুর। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলে নানা আলোচনা-সমালোচনা।

এই সফরেই তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে আলোচিত হন। অবশ্য প্রথম এই বৈঠকের কথা অস্বীকার করলেও ১১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে তা মেন্দি এ সাফাদির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন ঢাকসুর সাবেক এই ভিপি। তবে তিনি প্রশ্ন রাখেন, সাফাদির সঙ্গে বৈঠক করেছি তাতে কী হয়েছে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।