গণঅধিকার পরিষদের তফসিল ঘোষণা, কাউন্সিল ১০ জুলাই

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুরুল হক নুরের চলমান দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ কাউন্সিলের জন্য তফসিল ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন তাদের নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।

তিনি বলেন, ৬ জুলাই গণঅধিকার পরিষদের জাতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা করা হচ্ছে। ৬ জুলাই বেলা ১১টা থেকে ৭ জুলাই দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৮ জুলাই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরিফুল ইসলাম বলেন, ৯ জুলাই বিকেল ৪টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এরপর ১০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উচ্চতর পরিষদের ভোটগ্রহণ এবং ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ চলবে।

এ সময় নির্বাচনী বিধিমালা সম্পর্কে তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং জেলা ও মহানগর পর্যায়ের আহ্বায়ক ও সদস্যসচিবরা ভোটার বলে গণ্য হবে। অনলাইন ও অফলাইনে ভোট প্রদান করা যাবে। ভোটারকে প্রভাবিত করা, হুমকি ভয়ভীতি ও ঘুষ প্রদান প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা ও বিদ্বেষ ছড়াতে পারবে না।

নির্বাচনী বিধিমালা সম্পর্কে তিনি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো সদস্যের অভিযোগ থাকলে নির্বাচন ব্যবস্থাপনা বোর্ড প্রধান বরাবর অভিযোগ দাখিল করতে হবে। নির্বাচনে প্রত্যেক প্রার্থী এজেন্ট নিয়োগ করতে পারবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমোদিত টিম থাকবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ব্যবস্থাপনা বোর্ড প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে পারবে।

এ ছাড়া নির্বাচন পরিচালনা ও ফল প্রকাশের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত নীতিমালা চূড়ান্ত বলে গণ্য হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।