তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইইউ প্রতিনিধিদলের আগ্রহ নেই’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

মঙ্গলবার (১১ জুলাই) ইইউ প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিন সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এ বৈঠক হয়। এতে ইলেকশন মনিটরিং ফোরামের পাঁচ সদস্যের একটি দল অংশ নেয়।

বৈঠক শেষে ইএমএফ চেয়ারম্যান বলেন, ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সকল জাতীয় নির্বাচনের বিষয়ে কথা হয়েছে এই বৈঠকে। ইইউ একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চায়।

ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে। তাদের মূল কাজ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা।

এই প্রতিনিধিদল ঢাকা সফর শেষে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।