আ.লীগের শান্তি সমাবেশ২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় আসছেন জাহাঙ্গীর

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে ২৫০ গাড়ির বহর নিয়ে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বুধবার (১২ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ’শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।

সমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকার শান্তি সমাবেশে তাকে লোকজন নিয়ে যেতে বলায় তিনি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাবেন। এ জন্য ২৫০ গাড়ি মোতায়েন থাকবে বলে জানান তিনি। তবে তাকে কে লোক নিয়ে যেতে বলেছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান বলেন, বুধবার তিনিও ৮ থেকে ১০ হাজার দলীয় লোকজনসহ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাবেন।

তিনি আরও বলেন, প্রতি থানায় এ জন্য ১০টি গাড়ি মোতায়েন থাকবে। স্বল্প সময়ে ৮-১০ হাজার নেতাকর্মী ঢাকায় নিতে যতগুলো গাড়ির প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ও দলীয় নেতাকর্মীদের নিজস্ব গাড়ি নিয়ে তারা ঢাকার শান্তি সমাবেশে যোগ দেবেন। তারপরও গাড়িতে লোকজন যেতে না পারলে দলীয় নেতাকর্মীদের ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা যাওয়ার ব্যাপারে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু জানি গতকাল পর্যন্ত জাহাঙ্গীর আলম ও তার মা দেশের বাইরে (সিঙ্গাপুরে) আছেন। তিনি দেশে ফিরেছেন কিনা জানি না। তার সঙ্গে ঢাকায় যাওয়ার ব্যাপারে কোনো কথাও হয় নাই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।