বুলবুল মহলানবীশের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ মারা গেছেন। শুক্রবার (১৪ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুলবুল মহলানবীশের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই শোক প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন বুলবুল মহলানবীশ। তার শেষকৃত্যানুষ্ঠান নিয়ে আজ দুপুর পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী তিমির নন্দী গণমাধ্যমকে বলেন, ‘প্রয়াত শিল্পী বুলবুলের সন্তান আমেরিকায় থাকেন। তার সঙ্গে আলাপ করে সবকিছু চূড়ান্ত করা হবে। দুই দিন পরও হতে পারে। আপাতত মরদেহ রাখা হয়েছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের হিমঘরে।’

১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন বুলবুল মহলানবীশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দীর্ঘদিন দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন তিনি।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ওই’ শিরোনামের গান। বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।