হিরো আলমের ওপর হামলা ঘটনায় ৪ যুবক গ্রেপ্তার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৮ জুলাই) আদালতে হাজির করা হবে।

সোমবার (১৭ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ ও পারিপার্শ্বিক অবস্থায় বিবেচনায় হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, ঢাকা-১৭ উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক অতর্কিত প্রার্থী হিরো আলমের ওপর হামলা করে। তবে ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সাথে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুততম সময়ে ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।