মোমেন-জয়শঙ্কর বৈঠকে সম্পর্ক গভীরের প্রত্যয়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত। গত সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) অবকাশ সভার সাইডলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর জয়শঙ্কর এক টুইট বার্তায় জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। তার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। এরপর তারা ব্যাংকক যান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মেকং গঙ্গা সহযোগিতার (এমজিসি) ১২তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এবং বিমসটেকের রাষ্ট্রমন্ত্রীদের অবকাশ সভায় অংশ নেন।

এদিকে গত ৬ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার ঢাকা সফর করেন। তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিমসটেকের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বিমসটেকের অগ্রগতিতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।