কোরআন অবমাননাকাতারের সুপার মার্কেটে সুইডিশ পণ্য বয়কট

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে দেশটির সব পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার। দেশটির অন্যতম বৃহৎ সুপার মার্কেট ‘সোক আল বালাদি’ তাদের শেলফ থেকে সুইডিশ পণ্য নামিয়ে রেখে বয়কটের এ ঘোষণা দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রদিবেদনে বলা হয়েছে, সোক আল বালাদি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সুইডিশ পণ্য বিক্রয় বন্ধ থাকবে।সুইডেনে গত ২৮ জুন পুলিশের নিরাপত্তায় সালমান মমিকা নামের এক ইরাকি যুবক কোরআন অবমাননা করে ও আগুন দেয়। এরপর গত ২০ জুলাই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সালমান ইরাকের নাগরিক ও সুইডেনে আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। এ ঘটনায় সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ জানায়।

এ ঘটনার প্রতিবাদে অরগানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) তাদের বিশেষ দূতকে বহিষ্কার করে এবং জিসিসি সেক্রেটারি জেনারেল সুইডিশ কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

সুইডেন ছাড়াও ডেনমার্কে কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর ও সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ। এ ঘটনার পর সুইডিশ পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।