একদফা আন্দোলন হঠাৎ চাপে বিএনপি, কৌশলে পরিবর্তন

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে টানা কর্মসূচিতে রয়েছে বিএনপি। তাদের দাবি, জনসম্পৃক্ত শান্তিপূর্ণ আন্দোলনেই দাবি আদায়ে তারা তৎপর। তবে গত শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচিকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে হঠাৎ চাপে পড়ে গেছে দলটি। কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে একাধিক মামলা দেওয়া হয়েছে। দলটির মূল্যায়ন, এর মধ্য দিয়ে সরকার পুরোনো কৌশলে তাদের চাপে রাখার চেষ্টা করছে।

এদিকে সাময়িক চাপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৌশলে পরিবর্তন এনেছে বিএনপি। এর অংশ হিসেবে দলটির পক্ষ থেকে একদফা আন্দোলনের কর্মসূচি পুনর্মূল্যায়ন করা হয়েছে। সে অনুযায়ী ঘোষণাও করা হয়েছে নতুন কর্মসূচি। ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে দলটি। এদিন কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় মহাসমাবেশকে ঘিরে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ফের তৃণমূলে ফেরত পাঠানো নতুন এ কর্মসূচির লক্ষ্য বলে বিএনপি সূত্র বলছে। আপাতত কেন্দ্র ও তৃণমূলে ঘুরেফিরে টানা কর্মসূচি পালন করা হবে।

সরকারের অবস্থান দেখে আন্দোলনের কৌশল বদল এবং সে অনুযায়ী কর্মসূচিও নির্ধারণ করা হবে। গত শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

অপকৌশল আগেই উন্মোচিত হয়েছে। তিনি আরও বলেন, সরকার যতই ফাঁদ পাতুক না কেন, চূড়ান্তভাবে তাদের পদত্যাগ করতে হবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে ধোলাইখাল এলাকা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আহতাবস্থায় ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে আপ্যায়ন করা এবং আহত আমান উল্লাহ আমানকে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহানুভূতি জানিয়ে প্রধানমন্ত্রীর ফল পাঠানোর ঘটনায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। বিএনপির মূল্যায়ন হচ্ছে, এটা সরকারের এক ধরনের অপকৌশল, নাটক।

গয়েশ্বর চন্দ্র রায় এ ঘটনাকে ‘অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক ও তামাশাপূর্ণ নাটক’ হিসেবে আখ্যায়িত করে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকারের কাছে এত টাকা নেই যে, গয়েশ্বরকে কিনতে পারে। সরকার গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে—এ শক্তি সরকারের রয়েছে; কিন্তু গয়েশ্বরকে কোনোভাবেই কিনতে পারবে না। আমান উল্লাহ আমান বলেন, আহতাবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে, তা তিনি বুঝতে পারেননি। এটা একটি নাটক। অতীতের গৌরবোজ্জ্বল আন্দোলন এবং একদফার চলমান আন্দোলনে তার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য এবং নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য এ নাটক সাজানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।