কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি

দিনাজপুরের খানসামায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে প্রতিনিয়তই বাড়ছে শাকসবজির দাম। তবে সবকিছু ছাপিয়ে ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। ‍বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। এতে বিপাকে সাধারণ ক্রেতারা।

আজ শুক্রবার (৪ আগস্ট) উপজেলার খানসামা ও আমতলী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। গত সপ্তাহেও যেটি বিক্রি হয়েছে ১০০ টাকায়।

বেশ কয়েক মাস ধরেই অস্থির দেশের মুরগি ও চিনির বাজার। এবার এ তালিকায় নাম উঠাল কাঁচামরিচের। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। বাড়তি অন্যান্য সবজির দামও।

বাজার করতে আসা খলিলুর রহমান নামে এক ক্রেতা কালবেলাকে জানান, গত সপ্তাহে কাঁচামরিচ ১০০ থেকে ১১০ টাকায় কিনলেও সেই মরিচ এখন কিনতে হচ্ছে ২০০ টাকা দিয়ে। তিনি আরও বলেন, অন্যান্য মশলা না হলেও তরকারি রান্না করা যায়। তবে কাঁচামরিচ ছাড়া তরকারি একেবারেই যায় না। তাই বাধ্য হয়েই বেশি দামে কিনেছি।

খানসামা বাজারের শাহিনুর ইসলাম নামে এক সবজি বিক্রেতা কালবেলাকে বলেন, কখনো রোদ আবার কখনো বৃষ্টি তাই শাকসবজির সরবরাহ কম। দাম একটু চড়া। আমরা কাঁচামরিচ ১৬০ টাকা কেজি দরে কিনেছি। তাই বাধ্য হয়ে ২০০ টাকা বিক্রি করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।