মায়ের জানাজায় কেন গেলেন না বিএনপি নেতা পিন্টু?

রাজধানীর এএনজেড হাসপাতালে শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মা মোছা. সালমা খাতুন (৯৫)।রোববার (১৩ আগস্ট) বিকেলে পিন্টুর গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার মা সালমা খাতুনের জানাজা সম্পন্ন হয়।প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পিন্টু অংশ নিতে পারেন এমন খবর ছড়িয়ে পড়ায় বিএনপির শত শত নেতাকর্মী সেখানে ভিড় করেন।

জানাজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্যও মোতায়েন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নেননি পিন্টু। তাকে ছাড়াই বাদ আসর পিন্টুর মায়ের জানাজা সম্পন্ন হয়।

জানাজায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সহসভাপতি খন্দকার মাসুদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ‘আদালত অনুমতি দিয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসন অপারগতা প্রকাশ করায় পিন্টু আসতে পারেননি।’

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘প্যারোলে মুক্তি পেয়ে পিন্টুর আসার খবর শুনেছি। জানাজা হয়ে গেছে কিন্তু তিনি আসেননি। কেন আসেননি তা আমি জানি না।’

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘পিন্টু প্যারোলে মুক্তি পেলেও আসতে অনাগ্রহ প্রকাশ করেন। তিনি স্বেচ্ছায় আসেননি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।