জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে পড়ালেখার বিকল্প নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘শিক্ষকদের সম্মান সব জায়গাতেই। শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। এই মহান পেশায় যারা এসেছেন আমি আপনাদের আহ্বান করবো, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হলে পড়ালেখার বিকল্প নেই।’

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় এবং ২০২৩ সালে যোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে সব সমস্যা সমাধান করতে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। বাচ্চাদের দুপুরের খাবারের ব্যবস্থার জন্যও আমরা চেষ্টা করছি। এই সরকার সচেতন সরকার। আমাদের একটু টানাটানি আছে, তাই সবকিছু করতে একটু সময় লাগবে। শেখ হাসিনার সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে অত্যন্ত উদার।

মন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র বানাতে চাই। জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই দেশকে আধুনিক করতে শিক্ষকদের ভূমিকা অত্যান্ত জরুরী। আপনাদের যা প্রয়োজন আমরা দেওয়ার চেষ্টা করব। দেশের জন্য কোন প্রধানমন্ত্রী মঙ্গল, কোন প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন সেটা আপনারা দেখবেন।

উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদারের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ফয়সল খান এবং সদস্য কাজী মাহাপারা প্রীতমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।