জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে জবাব দেননি জাপানের রাষ্ট্রদূত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাতে জাপানকে অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে ওই অনুরোধের তাৎক্ষণিক জবাব দেননি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যে এসব বিষয়ে আলোচনা হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইয়ামা কিমিনোরি বলেন, কমিশনের সঙ্গে এটি আমার প্রথম সৌজন্য সাক্ষাৎ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি কী পদক্ষেপ নিচ্ছেন সেগুলো জানতে চেয়েছি। কিন্তু বৈঠকে আলোচনার বিষয়ে আমি কোনো কিছু প্রকাশ করব না। তারাই (ইসি) এ বিষয়ে ব্রিফ করবেন।

পরে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, জাপানের রাষ্ট্রদূত আমাদের নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি তাকে রোডম্যাপের বিষয়ে ব্রিফ করেছেন। এটাই ছিল আলোচনার মূল বিষয়। সেখানে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের অগ্রগতি, সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম, রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার বিষয়গুলো জানতে চেয়েছিলেন।

নির্বাচনে জাপান পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাষ্ট্রদূত কী জানিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে তিনি কিছু বলেননি। সিইসি তাকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ এসেছিল। আমরা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইইউ যোগাযোগ রাখছে। সেক্ষেত্রে বলা হয়েছে, তারা টিম পাঠাতে পারেন। সিইসি জাপানের রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন আপনারা পর্যবেক্ষক টিম পাঠালে আমরা স্বাগত জানাব।

সিইসির এমন বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে তিনি তো সিদ্ধান্ত দিতে পারবেন না। তার রাষ্ট্রের সঙ্গে আগে কথা বলবেন, তারপর সিদ্ধান্ত জানাবেন।

ইসি সচিব বলেন, এটা আমাদের রাষ্ট্রীয় বিষয়। আমাদের কাছে জানতে চেয়েছেন রোডম্যাপে যে ঘোষণা দিয়েছেন তার অগ্রগতি কী। আমরা আমাদের অগ্রগতি তাকে জানিয়েছি। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।