আওয়ামী লীগ থেকে ভাই বহিষ্কার হওয়ার পর যুব মহিলা লীগের সভাপতির পদ ছাড়লেন বোন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় মাসেদুল হককে গত শনিবার রাতে জেলা কমিটির সদস্যপদ থেকে বহিষ্কার করে কক্সবাজার আওয়ামী লীগ। এর এক দিন পর গতকাল রোববার রাতে জেলা যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাসেদুলের ছোট বোন তাহমিনা চৌধুরী।

তাহমিনা চৌধুরী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। এতে তিনি লিখেছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে কক্সবাজার যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে তিনি অব্যাহতি চাইছেন। এরপর নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তাহমিনা বলেন, ‘আমি আমার বাবার রক্তের কাছে দায়বদ্ধ।’

এ বিষয়ে বক্তব্যের জন্য তাহমিনা চৌধুরীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তাহমিনার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, তিনি বড় ভাই মাসেদুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। নারী ভোটারদের সংগঠিত করছেন। ভাইয়ের জন্যই দলের পদ ছেড়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।