হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ইয়াহইয়া মারা গেছেন

চট্টগ্রামের জামিয়া আহমদিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া মারা গেছেন। তিনি হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন।

শনিবার প্রথম প্রহরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা ইয়াহইয়া মারা যান বলে জানিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

৭৭ বছর বয়সী ইয়াহইয়া লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মাওলানা ইদ্রিস বলেন, “তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যখন তা নিশ্চিত হয়, তখন শারীরিক অবস্থা খারাপ ছিল। মাস খানেক ধরে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার অসুস্থতা বেশি বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয়। গতরাতে তিনি ইন্তেকাল করেছেন।”

মাওলানা ইয়াহইয়ার লাশ ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। শনিবার বাদ মাগরিব জানাজা শেষে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে তাতে দাফন করা হবে।

মাওলানা ইয়াহইয়া তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।