জামায়াতের সংবাদ সম্মেলন থেকে নতুন কর্মসূচি ঘোষনা

ডেক্স নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচী প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের প্রেস সেক্রেটারি জনাব এ্যাডঃ মতিউর রহমান আকন্দ।
এর আগে গত ২৯/০৫/২০২৩ তারিখ বিকালে জামায়াতের চার সদস্যের আইনজীবী প্রতিনিদল বিক্ষোভ কর্মসূচী পালনের অনুমতি চেয়ে একটি আবেদন নিয়ে ডিএমপি কমিশনারের সাথে দেখা করতে গেলে, তাদেরকে ডিএমপি কার্যালয়ের গেইট থেকে গ্রেফতার করা হয়। জামায়াত নেতাদের গ্রেফতার করে রমনা থানায় নিয়ে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আবার ডিএমপি কার্যালয়ে নিয়ে এসে তাদের আবেদন রিসিভ করে ছেড়ে দেওয়া হয়।
উদ্ভুত পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আজ ০৫/০৬/২০২৩ সোমবার সকাল ৯.০০ ঘটিকায় এক জরুরী সাংবাদিক সম্মেলন আহবান করে, সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আজকের বিক্ষোভ কর্মসূচী স্থগিত করার ঘোষণা করেন জামায়াতের প্রেস সেক্রেটারি জনাব এ্যাডঃ মতিউর রহমান আকন্দ। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী আমির জনাব মোঃ নূরুল ইসলাম বুলবুল সংক্ষিপ্ত বক্তব্যে নতুন করে আবার আগামী ১০/০৬/২০২৩ শনিবার বিকাল ২.০০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি ঘোষণা করে জামায়াত নেতা বলেন সভাসমাবেশ করা আমাদের রাজনৈতিক গনতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করে সরকার ও প্রশাসন আমাদের সাথে অগণতান্ত্রিক অসাংবিধানিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে। আমরা সরকার ও প্রশাসনের এমন স্বৈরতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের আগামী ১০/০৬/২০২৩ তারিখ শনিবারের ঘোষিত কর্মসূচীতে প্রশাসন বাধা না দিয়ে কর্মসূচী পালনের অনুমতি দিয়ে সার্বিক সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। তিনি আরো বলেন সরকারের উচিত আর কাল ক্ষেপণ না করে দেশ ও জাতির কল্যাণ বিবেচনায় সংসদ ভেঙে দিয়ে নির্বাচন কালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় গনঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন হলে এবং উদ্ভুত পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা সংঘটিত হলে সরকারকেই এর দায়ভার নিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।