পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

পাটগ্রাম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম রাব্বানী জানান, সোমবার গভীর রাতে উপজেলার জগৎবেড় ইউনিয়নের কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের সাব পিলার ১৩ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী (২৫) জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

জগতবেড় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, “বিএসএফের গুলিতে নিহত ইউছুফ আলী আমার ওয়ার্ডের বাসিন্দা। তাদের বাড়ি গিয়েছি; ঘটনা সত্য।”

সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দারা জানান, রোববার গভীর রাতে গরু আনতে বাংলাদেশি একটি দল সীমান্তের মেইন পিলার ৮৫৭ দিয়ে ভারতের দুইশ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের বিজিবির সদস্যরা গরু পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান ইউসুফ আলী। পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, “সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, “নিহতের ঘটনা আমরা জানি। বিভিন্ন পর্যায়ে (বিএসএফের) কথা বলা বলেছি। পতাকা বৈঠক করা হবে। লাশ যেহেতু ভারতের মধ্যে, সেহেতু নিয়ম মত সব করা হচ্ছে।”

এর আগে গত ১ এপ্রিল জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট সীমান্তে রবিউল ইসলাম (৫২) নামের এক বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।