না.গঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপির দোয়া মাহফিল পণ্ড করে দিল আ.লীগ

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় অবস্থিত আইনজীবী সমিতিতে আয়োজিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পণ্ড করে দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। এ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেলিম ওসমান বার ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

আইনজীবীরা জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। তাদের অনুষ্ঠান চলার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন জোহর নামাজের কথা বলে মাইক বন্ধ করে দেন। তখন বিএনপি সমর্থিত আইনজীবীরা এগিয়ে এসে ফের মাইক চালু করতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে মারমুখী আচরণসহ ধাক্কাধাক্কি ও হৈহল্লা শুরু হয়। তখন পাল্টাপাল্টি স্লোগান দেওয়ায় আইনজীবী সমিতিতে সাধারণ আইনজীবীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় সিনিয়র আইনজীবীরা এসে উভয়পক্ষকে শান্ত করেন। তবে পরবর্তীতে দোয়া মাহফিল আর করতে দেওয়া হয়নি।

এ বিষয়ে বিএনপিপন্থি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের আইনজীবীরা বাধা দেয় এবং দোয়া মাহফিল বন্ধ করে দিয়েছে। তারা তাদের ক্ষমতা প্রদর্শন করে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছেন।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, তারা নামাজের সময় মাইক বাজিয়ে অনুষ্ঠান করছিল। সাধারণ আইনজীবীরা প্রথমে তাদের ভালোভাবে বললেও তারা মাইক বাজানো বন্ধ করেনি। পরে সাধারণ আইনজীবীদের পক্ষে আমরা গিয়ে মাইক বন্ধ করেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।